Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গুজরাটের মোধেরায় সূর্য মন্দির দর্শন প্রধানমন্ত্রীর

গুজরাটের মোধেরায় সূর্য মন্দির দর্শন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৯  অক্টোবর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের মোধেরায় সূর্য মন্দির দর্শন করেন। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছানো মাত্র তাঁকে অভিনন্দন জানানো হয়। সূর্য মন্দিরে ঐতিহ্যবাহী আলোকসজ্জার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভারতের এই প্রথম কোনো ঐতিহ্যবাহী দ্রষ্টব্য স্থানকে সম্পূর্ণ সৌরশক্তিতে আলোকিত করা হল। মোধেরার সূর্য মন্দিরে থ্রি-ডি প্রজেকশন ম্যাপিং-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মন্দিরের ইতিহাস নিয়ে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখেন তিনি।

গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল, সাংসদ শ্রী সি আর পাটিল, গুজরাট সরকারের অন্য মন্ত্রীরা, শ্রী পূর্ণেশ ভাই মোদী এবং শ্রী অরবিন্দ ভাই রায়ানি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এর আগে আজ প্রধানমন্ত্রী গুজরাটের মেহসানা’র মোধেরাতে ৩ হাজার ৯০০ কোটি টাকার নানা প্রকল্পের শিলান্যাস করেন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। মোধেরাকে ভারতের প্রথম ২৪x৭ সৌরচালিত গ্রাম হিসাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি মোধেরায় মোধেশ্বরী মাতা মন্দির দর্শন এবং পূজা নিবেদন করেন।

PG/AB/NS