Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জম্মু এবং কাশ্মীরের সৌন্দর্য এবং আতিথেয়তা নিয়ে এক নাগরিকের মনোভাব সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি,  ৮  অক্টোবর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু এবং কাশ্মীরের সৌন্দর্য এবং আতিথেয়তা নিয়ে এক নাগরিকের মনোভাব সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেই সৌন্দর্য এবং আতিথেয়তার উল্লেখ করতে গিয়ে বাইসারান, আরু, কোকেরনাগ, আচ্ছাবল, গুলমার্গ, শ্রীনগর এবং ডাল লেকের উল্লেখ করা হয়েছে।

শ্রী রঞ্জিত কুমার নামে এক নাগরিকের ট্যুইটের উল্লেখ করে প্রধানমন্ত্রী ২০১৯ সালে তাঁর শ্রীনগর ভ্রমণের ছবিও ট্যুইট করেছেন।

সেই নাগরিকের ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;

“অসাধারণ। ২০১৯ সালে আমার শ্রীনগর ভ্রমণের একটি ছবি আমি ভাগ করে নেওয়ার লোভ সামলাতে পারছি না।”

PG/AB/NS