নয়াদিল্লি, ০৭ অক্টোবর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের পর্যটন ক্ষেত্রে রেকর্ড উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীর তথ্য ও পর্যটন বিভাগের এক ট্যুইটকে উদ্ধৃত করে তাঁর ট্যুইটে বলেন, “দারুণ খবর! জম্মু ও কাশ্মীরের জনগণকে তাঁদের ঊষ্ণ ও আন্তরিক আতিথেয়তার জন্য শুভেচ্ছা জানাই”।
PG/PM/SB
Wonderful news! Compliments to the people of Jammu and Kashmir for their warmth and hospitality. https://t.co/HmVgZobj0A
— Narendra Modi (@narendramodi) October 7, 2022