নয়াদিল্লি, ০৫ অক্টোবর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের কুল্লুতে ভালপুর মাঠে আয়োজিত কুল্লু দশেরা উৎসবে যোগ দিয়েছেন।
প্রধানমন্ত্রীকে উৎসব ময়দানে স্বাগত জানিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। রথযাত্রায় ভগবান রঘুনাথজীর আবির্ভাবের পর এটি সম্পন্ন করা হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক জনসমাগম হয়। প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ অন্য ভক্তদের সঙ্গে পায়ে হেঁটে ভগবান রঘুনাথজীকে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী দু’হাত জোড় করে সমবেত সকলকে শুভেচ্ছা জানান এবং ঐতিহাসিক কুল্লু দশেরা উদযাপন ও পবিত্র রথযাত্রা প্রত্যক্ষ করেন। এই প্রথম কোনও প্রধানমন্ত্রী কুল্লু দশেরা উৎসবে অংশ নিলেন।
আন্তর্জাতিক কুল্লু দশেরা উৎসব, কুল্লুর ঢালপুর ময়দানে ৫-১১ অক্টোবর পর্যন্ত আয়োজন করা হয়েছে। এই উপত্যকায় প্রায় ৩০০-রও বেশি দেবদেবীর পূজার্চনা হয়। উৎসবের প্রথম দিনে ভগবান রঘুনাথজীর পুজো হয়।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী জয়রাম ঠাকুর, হিমাচল প্রদেশের রাজ্যপাল শ্রী রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর এবং বিজেপি-র রাজ্য সভাপতি শ্রী সুরেশ কুমার কাশ্যপ সহ অন্য বিশিষ্ট জনেরা।
সকালে প্রধানমন্ত্রী বিলাসপুরে এইমস্ হাসপাতাল জাতির উদ্দেশে উৎসর্গ করেন। তিনি বিলাসপুরের লুহনুতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
PG/PM/SB
The iconic Dussehra celebrations in Kullu are underway. PM @narendramodi has joined the programme after his previous programme in Bilaspur. pic.twitter.com/CDWD0G9Dhu
— PMO India (@PMOIndia) October 5, 2022
PM @narendramodi at the Rath of Bhagwan Shri Raghunath Ji during the Kullu Dussehra celebrations. pic.twitter.com/6bzd3XnGXo
— PMO India (@PMOIndia) October 5, 2022