Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

হৃদয়নাথ মঙ্গেশকরের ধন্যবাদ ট্যুইট গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় লতা মঙ্গেশকর চওক উদ্বোধন করায় প্রয়াত শিল্পীর ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ধন্যবাদ জানিয়ে করা ট্যুইটটি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী লতা দিদিকে ভগবান শ্রীরামের একনিষ্ঠ ভক্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, অযোধ্যার মতো পবিত্র শহরেই তাঁর নামে চওক থাকা যথাযথ।

হৃদয়নাথ মঙ্গেশকরের ট্যুইটটিকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী ট্যুইটে বলেন, “লতা দিদি ছিলেন ভগবান শ্রীরামের একনিষ্ঠ ভক্ত। অযোধ্যার মতো পবিত্র শহরে তাঁর নামে একটি চওক করা যথাযথ পদক্ষেপ”।