নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২২
২০২০-২১ অর্থ বছরে জাতীয় স্বাস্থ্য মিশনের কাজকর্মের অগ্রগতি সম্পর্কে একটি সার্বিক চিত্র আজ তুলে ধরা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। যক্ষ্মা, ম্যালেরিয়া, কালাজ্বর, ডেঙ্গু, কুষ্ঠ ও ভাইরাল হেপাটাইটিসের মতো বিভিন্ন রোগ প্রতিরোধমূলক কর্মসূচিগুলির অগ্রগতির বিষয়টিও পর্যালোচনা করা হয় আজকের বৈঠকে।
উল্লেখ্য, জাতীয় স্বাস্থ্য মিশন হল জনকল্যাণমুখী এক সার্বিক কর্মসূচি। সমাজের দুর্বলতর স্তরের নাগরিক সহ সর্বসাধারণের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে এই কর্মসূচিটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোভিড-১৯-এর মোকাবিলায় এক উপযুক্ত ব্যবস্থাপনা গড়ে তুলতেও জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় কাজ শুরু করা হয়।
জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় আগামী ২০২৫ পর্যন্ত যে লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয়েছে তার উল্লেখযোগ্য দিকগুলি হল – এমএমআর-এর মাত্রা ১১৩ থেকে ৯০-তে, আইএমআর – ৩২ থেকে ২৩-এ এবং ইউ৫এমআর – ৩৬ থেকে ২৩-এ নামিয়ে আনা। এছাড়াও, কুষ্ঠ ও ম্যালেরিয়া প্রতিরোধ এবং দেশ থেকে যক্ষ্মা নির্মূলকরণও রয়েছে নির্দিষ্ট লক্ষ্যমাত্রার আওতায়।
উল্লেখ্য, জনস্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দিতে এবং একটি জনকল্যাণমুখী কর্মসূচির রূপ দিতে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের সূচনা হয় ২০০৫ সালে। পরে, ২০১২ সালে সূচনা হয় শহরাঞ্চলের জন্য এক জাতীয় স্বাস্থ্য মিশন-এর। পরে এই দুটি কর্মসূচিকে নিয়ে আসা হয় জাতীয় স্বাস্থ্য মিশন-এর আওতায়।
PG/SKD/DM/