নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২২
নবরাত্রিতে মাতা দুর্গার তৃতীয় স্বরূপ দেবী চন্দ্রঘন্টার উদ্দেশে প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন –
“নবরাত্রির মুহূর্তে মাতা দুর্গার তৃতীয় স্বরূপিনী দেবী চন্দ্রঘন্টার আজ পূজার্চনার দিন। তাঁর অসীম কৃপায় সকলের জীবন সাহসিকতা অথচ বিনম্রতায় সুন্দর হয়ে উঠুক – এই প্রার্থনা জানাই।”
শ্রী মোদী এইভাবেই দেবীর উদ্দেশে তাঁর উচ্চারিত প্রার্থনা ট্যুইট বার্তার মাধ্যমে তুলে ধরেছেন।
PG/SKD/DM/
नवरात्रि में आज दुर्गा मां के तीसरे स्वरूप देवी चंद्रघंटा की पूजा-आराधना का दिन है। उनकी असीम कृपा से हर किसी का जीवन वीरता और विनम्रता से सुशोभित हो, यही प्रार्थना है… pic.twitter.com/xXX1G4i4y3
— Narendra Modi (@narendramodi) September 28, 2022