নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বেলগ্রেডে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ানশিপে ব্রোঞ্জ পদকজয়ী বিনেশ ফোগাত ও বজরং পুনিয়াকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“আমাদের কুস্তিগীরদের জন্য আমরা গর্বিত। বেলগ্রেডে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ানশিপে ব্রোঞ্জ পদকজয়ী @Phogat_Vinesh এবং @BajrngPunia-কে অভিনন্দন জানাই। এই প্রতিযোগিতায় প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিনেশ দুটি পদক জয়লাভ করেছেন এবং বজরং তাঁর চতুর্থ পদক জিতেছেন। তাই এই প্রতিযোগিতা তাঁদের দু’জনের জন্যই বিশেষ তাৎপর্য বহন করে।”
PG/CB/NS
Our wrestlers make us proud. Congrats to @Phogat_Vinesh and @BajrangPunia on their Bronze medal wins at the World Wrestling Championships, Belgrade. This is special for both as Vinesh becomes the 1st Indian woman to win 2 medals on this platform and Bajrang wins his 4th medal. pic.twitter.com/atFe4Dbzov
— Narendra Modi (@narendramodi) September 19, 2022