Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এক শিখ প্রতিনিধিদলের সঙ্গে নিজ বাসভবনে সাক্ষাৎকার প্রধানমন্ত্রীর

এক শিখ প্রতিনিধিদলের সঙ্গে নিজ বাসভবনে সাক্ষাৎকার প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী আজ তাঁর ৭ নং লোক কল্যাণ মার্গ-এর বাসভবনে এক শিখ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘অখণ্ড পাঠ’-এর আয়োজন করা হয় দিল্লির গুরুদ্বার শ্রী বালাসাহিব-জির পক্ষ থেকে। ‘অখণ্ড পাঠ’-এর সূচনা হয় ১৫ সেপ্টেম্বর এবং তার সমাপ্তি ঘটে প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর তারিখে। শিখ প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গুরুদ্বারের প্রসাদ ও আশীর্বাদ তাঁর হাতে তুলে দেয়।

শিখ প্রতিনিধিদলের সদস্যরা একটি পাগড়ি ও শিরোপার মাধ্যমে সম্মান জানান প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তাঁরা। শিখ সম্প্রদায়কে সম্মান প্রদর্শনের লক্ষ্যে শ্রী মোদী যে সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন, সেজন্য প্রতিনিধিদল ধন্যবাদ জানায় প্রধানমন্ত্রীকে। ২৬ ডিসেম্বর দিনটি ‘বীর বাল দিবস’ রূপে ঘোষিত হওয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রশংসাও করেন প্রতিনিধিদলের সদস্যরা। এছাড়াও, কর্তারপুরসাহিব-এর করিডর পুনরায় খুলে দেওয়া, গুরুদ্বারের লঙ্গরগুলির ওপর থেকে জিএসটি প্রত্যাহার ইত্যাদির জন্য প্রতিনিধিদলের পক্ষ থেকে শ্রী মোদীকে ধন্যবাদ জানানো হয়। ‘গুরু গ্রন্থসাহিব’ আফগানিস্তান থেকে ভারতে পৌঁছনোর ব্যবস্থা করার জন্যও তাঁরা বিশেষ প্রশংসা করেন প্রধানমন্ত্রীর।

PG/SKD/DM