Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এসসিও শীর্ষ সম্মেলনের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী

এসসিও শীর্ষ সম্মেলনের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২২

 

উজবেকিস্তানের সমরকান্দ-এ এসসিও শীর্ষ সম্মেলনের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট মিঃ রিসেপ তায়িপ এর্ডোগানের সঙ্গে আজ এক একান্ত সাক্ষাৎকারে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারত-তুরস্ক পারস্পরিক সম্পর্কের বিষয়টি তাঁরা দু’জনেই পর্যালোচনা করে দেখেন। সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক বাণিজ্য সহ অর্থনৈতিক সম্পর্কের প্রসার ও অগ্রগতির বিষয়ে তাঁরা সহমত পোষণ করেন। একইসঙ্গে, দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও উন্নত করে তোলার প্রয়োজনীয়তার ওপরও তাঁরা বিশেষ জোর দেন।

বিভিন্ন আঞ্চলিক তথা আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কেও ভারতের প্রধানমন্ত্রী এবং তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে মতবিনিময় ঘটে। ভারত ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে নিয়মিত সংযোগ ও যোগাযোগ রক্ষার অনুকূলে তাঁরা মত পোষণ করেন। তাঁরা বলেন, এর ফলে শুধু এই দুটি দেশই নয়, বিশেষভাবে উপকৃত হবে এই অঞ্চলের অন্যান্য দেশগুলিও।

 

PG/SKD/DM/