নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জোয়াও ম্যানুয়েল গন্সালভেস লোরেন্সোকোকে অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।
একটি টুইটে প্রধানমন্ত্রী বলেছেন;
“অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি পদে পুননির্বাচিত হওয়ার জন্য জোয়াও ম্যানুয়েল গন্সালভেস লোরেন্সোকো @jlprdeangola-কে অভিনন্দন। আমি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দিকে তাকিয়ে আছি।”
PG/AP/NS
Congratulations to H.E. Joao Manuel Goncalves Lourenco @jlprdeangola on being re-elected as the President of Angola. I look forward to working closely together for strengthening our bilateral relations.
— Narendra Modi (@narendramodi) September 15, 2022