Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মেডিপার্ক গড়ে তোলার লক্ষ্যে এইচএলএল লাইফ কেয়ারলিমিটেডের ৩৩০.১০ একর জমি হস্তান্তরের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


কেন্দ্রীয়স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন মিনিরত্ন সংস্থা এইচএলএল লাইফ কেয়ার লিমিটেডের ৩৩০.১০ একর জমিহস্তান্তরের প্রস্তাবটি আজ অনুমোদিত হ’ল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। চেন্নাই-এর অদূরে চেঙ্গলপাত্তু’তেঅবস্থিত এই জমিটিতে গড়ে তোলা হবে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনের লক্ষ্যে একটিমেডিপার্ক। এই প্রকল্পে এইচএলএল-এর শেয়ারের অনুপাত হবে ৫০ শতাংশেরও বেশি।

প্রস্তাবিতমেডিপার্ক প্রকল্পটি হ’ল দেশের চিকিৎসা প্রযুক্তি সম্পর্কিত প্রথম এক গুচ্ছকেন্দ্রবা ক্লাস্টার। অপেক্ষাকৃত কম খরচে উচ্চ প্রযুক্তির উৎপাদন সম্ভব করে তোলা হবে এইমেডিপার্কে। শুধু তাই নয়, প্রস্তাবিত এই পার্কটি থেকে চিকিৎসা প্রযুক্তি ও পদ্ধতিরবিকাশ সহ বিভিন্ন বিষয়ে কর্মপ্রচেষ্টাও চালানো হবে। এর ফলে, বিশেষভাবে উৎসাহিত হবেসরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিটি।

PG/SKD/SB