নয়াদিল্লি, ৩০ আগস্ট, ২০২২
লাকুসিস পরম্পরার কুলগুরু স্বামী রাজর্ষি মুনির প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর দুঃখপ্রকাশ করেছেন। বছরের পর বছর যোগ চর্চার ক্ষেত্রে তাঁর অনন্য অবদানের কথা প্রধানমন্ত্রী স্মরণ করেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রধানমন্ত্রী তাঁর শোকসন্তপ্ত অনুগামীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক ট্যুইট বার্তায় বলেন:
“লাকুসিস পরম্পরার কুলগুরু স্বামী রাজর্ষি মুনির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। বছরের পর বছর যোগ চর্চায় তিনি এক অনন্য কীর্তি রেখে গেছেন। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত অনুগামীদের সমবেদনা জানাই।”
PG/AB/NS
લકુલીશ પરંપરાના કુલગુરુ સ્વામિ રાજર્ષિ મુનિના બ્રહ્મલીન થયાના સમાચાર દુ:ખદ છે. તેઓએ વર્ષો સુધી યોગના સંવર્ધન અને વિકાસનું કાર્ય કર્યું. સદ્ગતના આત્માની શાંતિ માટે અંતરમનથી પ્રાર્થના તથા શોકગ્રસ્ત અનુયાયીઓને સાંત્વના ॥
— Narendra Modi (@narendramodi) August 30, 2022