নয়াদিল্লি, ২৯ অগাস্ট, ২০২২
ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) – এর ২০২১ ব্যাচের প্রশিক্ষণাধীন আধিকারিকরা আজ ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
কোনও রকম আনুষ্ঠানিকতা ছাড়াই খোলামেলা আলোচনায় প্রধানমন্ত্রী আইএফএস প্রশিক্ষণাধীন আধিকারিকদের এই পেশায় যোগদানের জন্য অভিনন্দন জানিয়ে বলেন যে, তাঁরা এখন বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। চাকরিতে যোগদানের যৌক্তিকতা প্রসঙ্গে তাঁদের সঙ্গে আলোচনাও করেন তিনি।
২০২৩ সাল বাজরার আন্তর্জাতিক বছর হওয়া নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করে বলেন যে, কিভাবে তাঁরা বাজরাকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে পারেন, যাতে আমাদের কৃষকরা উপকৃত হন। বাজরা কতটা পরিবেশ-বান্ধব এবং এই শস্যের স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কেও তিনি আলোচনা করেন। তিনি এলআইএফই (পরিবেশের জন্য জীবনযাপন) প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেন, একজন মানুষের জীবনে ছোটখাটো পরিবর্তন পরিবেশে কিভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বছরের স্বাধীনতা দিবসের ভাষণে পঞ্চ প্রাণ – এর বিষয়টি প্রধানমন্ত্রী তুলে ধরেছিলেন, তা নিয়ে তাঁরা আলোচনা করেন এবং এই লক্ষ্য পূরণে আইএফএস আধিকারিকরা কি ভূমিকা পালন করতে পারেন, তার বিভিন্ন দিকগুলি প্রধানমন্ত্রী তুলে ধরেন।
আগামী ২৫ বছরের দিকে তাকিয়ে প্রশিক্ষণাধীন আধিকারিকরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কি চিন্তাভাবনা করতে পারেন এবং এই সময়কালের মধ্যে তাঁরা নিজেদের কিভাবে গড়ে তুলতে পারেন এবং দেশের সার্বিক বিকাশের ক্ষেত্রে কতটা কার্যকরি ভূমিকা নিতে পারে – সে বিষয়ে প্রধানমন্ত্রী আলোকপাত করেন।
PG/AB/SB
Interacted with IFS Officer Trainees of the Batch of 2021. Had insightful interactions on a diverse range of issues with the officers. https://t.co/OhlI9wmy6L pic.twitter.com/QuNee4RRx5
— Narendra Modi (@narendramodi) August 29, 2022