Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অনুর্দ্ধ ২০ বিশ্ব চ্যাম্পিয়ানশিপে ভারতীয় কুস্তিদল ১৬টি পদক জেতায় প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন


নয়াদিল্লি,  ২২ আগস্ট, ২০২২
 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় কুস্তিদল অনুর্দ্ধ ২০ বিশ্ব চ্যাম্পিয়ানশিপে ১৬টি পদক জেতায় (৭টি পদক পুরুষ এবং মহিলা প্রিস্টাইলে এবং দুটি গ্রেকো রোমান) অভিনন্দন জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“আমাদের কুস্তিগিররা আবার আমাদের গর্বিত করল! অনুর্দ্ধ ২০ বিশ্ব চ্যাম্পিয়ানশিপে ১৬টি পদক  (৭টি পদক পুরুষ এবং মহিলা প্রিস্টাইলে এবং দুটি গ্রেকো রোমান) জেতায় অভিনন্দন। এ পর্যন্ত এটা ভারতের সব থেকে ভালো ফল। এর থেকে বোঝা যাচ্ছে ভারতীয় কুস্তির ভবিষ্যৎ নিরাপদ হাতে রয়েছে!”

PG/AB/NS