নয়াদিল্লি, ০৬ অগাস্ট, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্মিংহাম কমনওয়েলথ গেমস্ – এ মহিলাদের ৬৮ কেজি বিভাগে কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ের জন্য দিব্যাকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “কমনওয়েলথ গেমস্ –এ ভারতীয় কুস্তিগীরদের অসামান্য সাফল্য প্রতিফলিত হচ্ছে। ব্রোঞ্জ পদক জয়ের জন্য @DivyaWrestler ব্রোঞ্জ পদক জয় করায় আমি গর্বিত। আগামী প্রজন্ম এই সাফল্য বিশেষভাবে মনে রাখবে। দিব্যার ভবিষ্যতের জন্য জানাই শুভেচ্ছা”।
PG/PM/SB
India’s wrestlers are outstanding and this is clearly reflecting in the CWG. Proud of @DivyaWrestler for winning a Bronze. This achievement will be cherished for generations to come. Best wishes for her future endeavours. pic.twitter.com/ougzjDmQF0
— Narendra Modi (@narendramodi) August 5, 2022