নাবিকদের স্বার্থরক্ষায় দু ’ দেশের শংসাপত্রগুলিকে পারস্পরিকস্বীকৃতিদানের সিদ্ধান্ত নিয়েছে ভারত ও কোরিয়া। এই লক্ষ্যে শংসাপত্রের স্বীকৃতিদানসম্পর্কিত এক লিখিত ঘোষণায় স্বাক্ষরের প্রস্তাব আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।
এই ঘোষণাস্বাক্ষরের ফলে দু ’ দেশের নাবিকদের শিক্ষা ও প্রশিক্ষণ, দক্ষতাও যোগ্যতা নির্ণয় সহ বিভিন্ন ক্ষেত্রে ইস্যূ করা একটি দেশের শংসাপত্রকে স্বীকৃতিদেওয়া হবে অন্য দেশে।
PG/SKD/DM