নয়াদিল্লি, ০৩ অগাস্ট, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৪ অগাস্ট বিকেল ৪টে ৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাটের ভলসাদ জেলায় ধরমপুরে শ্রীমদ রাজচন্দ্র মিশনের বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করবেন।
প্রধানমন্ত্রী ভালসাদে ধরমপুরে শ্রীমদ রাজচন্দ্র হাসপাতালের উদ্বোধন করবেন। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যার মাল্টিস্পেশালিটি এই হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো থাকবে। এর ফলে, গুজরাটের দক্ষিণাঞ্চলের মানুষ আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা পাবেন।
প্রধানমন্ত্রী শ্রীমদ রাজচন্দ্র পশু হাসপাতালের শিলান্যাস করবেন। ৭০ কোটি টাকা ব্যয়ে ১৫০ শয্যার এই হাসপাতালটিতে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি, দক্ষ পশু চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের একটি দল থাকবে। এই হাসপাতালে সর্বাঙ্গীন চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকবে, যেখানে পশুদের প্রথাগত পদ্ধতিতে চিকিৎসা পরিষেবার পাশাপাশি, তাদের দেখভাল করা হবে।
প্রধানমন্ত্রী শ্রীমদ রাজচন্দ্র সেন্টার অফ এক্সেলেন্স ফর উইমেনের শিলান্যাসও করবেন। প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রে বিনোদন ও শ্রেণীকক্ষ থাকবে। এই কেন্দ্রে ৭০০রও বেশি জনজাতি মহিলাদের কর্মসংস্থান হবে। আগামী দিনে হাজার হাজার মানুষের জীবিকার সংস্থান এই কেন্দ্রের মাধ্যমে নিশ্চিত হবে।
PG/CB/SB