নয়াদিল্লি, ২২ জুলাই, ২০২২
কেন্দ্রীয় মধ্য শিক্ষা পর্ষদ (সিবিএসই) দশম শ্রেণীর ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “যারা সিবিএসই-র দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের সকলকে অভিনন্দন জানাই। আগামী দিনে তাদের শিক্ষা জীবন ফলপ্রসূ হোক। আমি নিশ্চিত যে, ভবিষ্যতে এইসব তরুণ-তরুণীরা সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছবে”।
PG/CB/SB
I congratulate all those who have passed their CBSE Class X exams. I wish them a fruitful academic journey ahead. I am certain these youngsters will scale new heights of success in the coming times.
— Narendra Modi (@narendramodi) July 22, 2022