Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট্টের মধ্যে টেলিফোনে কথা


নয়াদিল্লি,  ১৩  জুলাই, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

দুই নেতা ভারত-নেদারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক ও জল সহযোগিতায় কৌশলগত অংশীদারিত্ব সহ কৃষি ক্ষেত্রের নানান দিক নিয়ে আলোচনা করেন। উভয়ে ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক নিয়েও মত-বিনিময় করেন। এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতার বিষয়ে ভারত-নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীদের মধ্যে কথা হয়।

উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত সফর এবং মত-বিনিময় ভারত-নেদারল্যান্ড সম্পর্ককে সাম্প্রতিককালে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী ২০২১ সালের ৯ই এপ্রিল ভার্চুয়াল শিখর সম্মেলন করেন। এই সম্মেলনে নেদারল্যান্ডের সঙ্গে জল সম্বন্ধীয় কৌশলগত অংশীদারিত্ব স্থাপন করা হয়।

চলতি বছরে ভারত ও নেদারল্যান্ড যৌথভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর উদযাপন করছে। ভারতের রাষ্ট্রপতির চলতি বছরের ৪-৭ এপ্রিল নেদারল্যান্ড সফরের মধ্যে দিয়ে এই বিশেষ মাইলফলকটি পালন করা হয়।

PG/PM/NS