Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ৭ জুলাই বারাণসী সফর করবেন


নয়াদিল্লি, ৪ জুলাই, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭ জুলাই বৃহস্পতিবার বারাণসী সফর করবেন। বেলা ২টো নাগাদ বারাণসীর এল টি কলেজে তিনি অক্ষয় পাত্র মিড-ডে মিল রান্নাঘরের উদ্বোধন করবেন। এখানে প্রায় ১ লক্ষ পড়ুয়ার মিড-ডে মিল তৈরির ব্যবস্থা রয়েছে। ২-৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী যাবেন ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড কনভেনশন সেন্টার – রুদ্রাক্ষ-তে। সেখানে তিনি জাতীয় শিক্ষানীতি রূপায়ণের বিষয়ে অখিল ভারতীয় শিক্ষা সমাগমের উদ্বোধন করবেন। এরপর বিকেল ৪টে নাগাদ প্রধানমন্ত্রী পৌঁছবেন শিগরায় ডঃ সম্পূর্ণানন্দ ক্রীড়া স্টেডিয়ামে। সেখানে তিনি ১,৮০০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

বিভিন্ন উন্নয়নী কর্মসূচির উদ্বোধন ও শিলান্যাস

প্রধানমন্ত্রী গত আট বছরে বারাণসীর পরিকাঠামো উন্নয়নে ব্যাপক প্রয়াস চালিয়েছেন। এর ফলস্বরূপ, শহরের সম্পূর্ণ দৃশ্যটাই পালটে গেছে। প্রাথমিক দৃষ্টি দেওয়া হয়েছিল মানুষের জীবনযাত্রা সহজ করার দিকে। এই লক্ষ্যে ডঃ সম্পূর্ণানন্দ ক্রীড়া স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ৫৯০ কোটি টাকা মূল্যের কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। এগুলির মধ্যে রয়েছে বারাণসী স্মার্ট-সিটি ও নগর প্রকল্পের অন্তর্গত কিছু উদ্যোগ। প্রথম দফায় গঙ্গার ঘাটে স্নান করার জন্য ‘নমো ঘাট’-এর পুনর্নির্মাণ করা হবে। পেট্রোল ও ডিজেল-চালিত ৫০০টি নৌকাকে সিএনজি-তে রূপান্তরিত করা হবে। পুরনো কাশীর কামেশ্বর মহাদেব ওয়ার্ডের পুনর্গঠন এবং দাসেপুরে ও হারহুয়া গ্রামে তৈরি ৬০০টি ইডব্লিউএস বাড়ি নির্মাণ, দশাশ্বমেধ ঘাটে বাজার এলাকা উন্নয়ন ও পর্যটকদের সুবিধা বাড়ানোর কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রী জেলার পয়ঃপ্রণালী ও জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষা সম্পর্কিত প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। মাহিগাঁও গ্রামে আইটিআই, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বৈদিক বিজ্ঞান কেন্দ্র-এর দ্বিতীয় ধাপ এবং রামনগরে সরকারি মহিলা আবাস ও দুর্গাকুণ্ডে মহিলাদের জন্য বৃদ্ধাবাসের উদ্বোধনও করবেন।

প্রধানমন্ত্রী ডঃ ভীমরাও আম্বেদকর ক্রীড়া চত্বরে সিন্থেটিক অ্যাথলেটিক ট্র্যাক ও সিন্থেটিক বাস্কেট বল কোর্টের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১,২০০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে সড়ক পরিকাঠামো সংক্রান্ত বেশ কিছু প্রকল্প। এগুলি বাস্তবায়িত হলে শহর ও গ্রামীণ এলাকার যান চলাচল সহজ হবে।

এই অঞ্চলে পর্যটনে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় সারনাথ-বৌদ্ধ সার্কিটের উন্নয়নী কাজও রয়েছে। এছাড়াও তিনি পুরনো কাশীর বেশ কিছু উন্নয়নী কর্মসূচির ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন ঐ অনুষ্ঠানে।

অখিল ভারতীয় শিক্ষা সমাগম

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সহযোগিতা ও কনভেনশন সেন্টার – রুদ্রাক্ষ-তে অখিল ভারতীয় শিক্ষা সমাগম-এর উদ্বোধন করবেন। ৭-৯ জুলাই শিক্ষা মন্ত্রকের উদ্যোগে এর আয়োজন করা হবে। এখানে বিভিন্ন শিক্ষাবিদ, নীতি নির্ধারক সহ শিক্ষা জগতের সঙ্গে যুক্ত প্রায় ৩০০ জন প্রতিনিধি তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি, নতুন শিক্ষানীতি কার্যকর করার জন্য একটি দিশা-নির্দেশ নিয়েও আলোচনা করবেন।

PG/PM/DM