Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ফ্রান্সের শ্যাত্রেউ আয়োজিত প্যারা শ্যুটিং বিশ্ব কাপে স্বর্ণ পদক জয়ের জন্য মণীষ নারওয়াল ও রুবিনা ফ্রান্সিসকে অভিনন্দন জানিয়েছেন


নয়াদিল্লি, ০৮ জুন, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের শ্যাত্রেউ আয়োজিত প্যারা শ্যুটিং বিশ্ব কাপে স্বর্ণ পদক জয়ের জন্য মণীষ নারওয়াল ও রুবিনা ফ্রান্সিসকে অভিনন্দন জানিয়েছেন। 

এক ট্যুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “#শ্যাত্রেউ২০২২ – এ ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড প্রতিযোগিতায় সোনা জয়ে মণীষ নারওয়াল ও রুবিনা ফ্রান্সিসের জন্য গর্বিত। 

এই বিশেষ জয়ের জন্য তাঁদের অভিনন্দন। আগামী দিনের প্রয়াসের জন্য তাঁদের শুভেচ্ছা”। 

 

CG/SS/SB