নয়াদিল্লি, ১৯ মে, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয়ের জন্য নিখাত জারিন’কে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ব্রোঞ্জ পদক জয়ী দুই বক্সার মণীষা ও প্রবীণ হুডা’কেও অভিনন্দন জানান।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের বক্সাররা গর্বিত করেছেন। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয়ের জন্য @nikhat_zareen-কে অভিনন্দন। এই প্রতিযোগিতাতেই ব্রোঞ্জ পদক জয়ী মণীষা মৌন ও প্রবীণ হুডা’কে অভিনন্দন জানাই”।
CG/BD/SB
Our boxers have made us proud! Congratulations to @nikhat_zareen for a fantastic Gold medal win at the Women's World Boxing Championship. I also congratulate Manisha Moun and Parveen Hooda for their Bronze medals in the same competition. pic.twitter.com/dP7p59zQoS
— Narendra Modi (@narendramodi) May 19, 2022