নয়াদিল্লি, ১৬ মে, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র বুদ্ধ জয়ন্তী উপলক্ষ্যে সরকারি সফরে আজ সকালে নেপালের লুম্বিনীতে পৌঁছনোর পর সেদেশের প্রধানমন্ত্রী শ্রী শের বাহাদুর দেওবা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। শ্রী দেওবার সঙ্গে তাঁর স্ত্রী ডঃ আরজু রানা দেওবা এবং নেপালের বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী হিসাবে শ্রী মোদীর এটি পঞ্চম নেপাল সফর এবং প্রথম লুম্বিনী সফর।
CG/CB/SB
I would like to thank PM @SherBDeuba for the warm welcome in Lumbini. pic.twitter.com/9rkmi2297o
— Narendra Modi (@narendramodi) May 16, 2022
लुम्बिनीमा न्यानो स्वागतको लागि प्रधानमन्त्री देउवालाई धन्यवाद दिन चाहन्छु। @SherBDeuba pic.twitter.com/Fr6dXr6Rh7
— Narendra Modi (@narendramodi) May 16, 2022