সাম্প্রতিক বছরগুলিতে ভারত-ডেনমার্ক সম্পর্ক কিভাবে আরও নিবিড় হয়েছে, বিশেষত পরিবেশরক্ষা সংক্রান্ত কৌশলগত অংশীদারিত্বে দু’দেশ কিভাবে আরও কাছাকাছি এসেছে, সে সম্পর্কে প্রধানমন্ত্রী রানীকে অবহিত করেন। সমাজসেবায় ডেনমার্কের রাজ পরিবারের ভূমিকার প্রশংসা করেন তিনি।
ডেনমার্কে তিনি যে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা পেয়েছেন, সেজন্য প্রধানমন্ত্রী রানীকে ধন্যবাদ জানান।
CG/SD/SKD/
Met Her Majesty, the Queen of the Kingdom of Denmark, Margrethe II in Copenhagen. pic.twitter.com/YZkS1BJbIH