Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আফগানিস্তানের শিখ-হিন্দু প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন

প্রধানমন্ত্রী আফগানিস্তানের শিখ-হিন্দু প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন


নয়াদিল্লী,  ১৯  ফেব্রুয়ারি, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৭ নম্বর লোক কল্যাণ মার্গে আফগানিস্তানের শিখ-হিন্দু প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় সদস্যরা প্রধানমন্ত্রীকে সম্মানিত করেন এবং আফগানিস্তান থেকে শিখ ও হিন্দুদের নিরাপদে নিয়ে আসার জন্য তাঁকে ধন্যবাদ জানান।

প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন তাঁরা অতিথি নন, তাঁরা নিজেদের বাড়িতেই এসেছেন। ভারত তাদের নিজেদের বাড়ি। আফগানিস্তানে তাঁরা যে সংকটের সম্মুখীন হয়েছিলেন সে বিষয় নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। ভারতে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য সরকারের উদ্যোগের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সংশোধিত নাগরিকত্ব আইনের তাৎপর্যের বিষয়টি নিয়ে আলোচনা করেন; এর মাধ্যমে শিখ ও হিন্দু সম্প্রদায়ের সুবিধার বিষয়টিও আলাপচারিতায় উঠে এসেছে। ভবিষ্যতে সমস্ত বিষয় ও সমস্যার সমাধানে নিরন্তর সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রী দিয়েছেন।  

শ্রী মোদী গুরু গ্রন্থ সাহিবকে সম্মান জানানোর পরম্পরার বিষয়টি উল্লেখ করেন। এই কারণেই আফগানিস্তান থেকে গুরু গ্রন্থ সাহিবের স্বরূপকে ভারতে নিয়ে আসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। দীর্ঘদিন ধরে আফগানদের থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন সেকথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁর কাবুল সফরের বিষয়টি স্মরণ করেন।    

শ্রী মঞ্জিন্দর সিং শীর্ষা নিরাপদে শিখ-হিন্দু সম্প্রদায়ের মানুষদের ফিরিয়ে নিয়ে আসার জন্য ভারত থেকে যে ব্যবস্থা করা হয়েছে তারজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, সেই সময় তাঁদের পাশে অন্য কাউকে পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী তাদের সব সময় সব ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছেন। সংকটের সেই সময় প্রধানমন্ত্রী তাঁদের পাশে থাকায় প্রতিনিধি দলের বাকি সদস্যরাও শ্রী মোদীকে ধন্যবাদ জানান। প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন আফগানিস্তান থেকে ভারতে যথাযথ মর্যাদায় গুরু গ্রন্থ সাহিবের স্বরুপ নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগের কথা যখন তাঁরা জানতে পেরেছেন তখন তাঁদের চোখে জল এসে গিয়েছিল। তাঁরা সিএএ-র জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এই আইনটি তাদের সম্প্রদায়ের সদস্যদের প্রভূত সাহায্য করেছে। তাঁরা বলেন, শ্রী মোদী শুধুমাত্র ভারতেরই প্রধানমন্ত্রী নন, যেহেতু তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের হিন্দু ও শিখদের সংকটের কথা উপলব্ধি করতে পারেন এবং উদ্ভুত পরিস্থিতিতে তাৎক্ষণিক সাহায্যের উদ্যোগ নেন তাই তিনি বিশ্বের প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী ও প্রতিমন্ত্রী শ্রীমতী মীনাক্ষী লেখী উপস্থিত ছিলেন।  

 

CG/CB/NS