নতুনদিল্লি, ১৯শে নভেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জনসাধারণকে শ্রী গুরু নানক দেবজির প্রকাশ পর্ব উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রকাশ পর্বের এই বিশেষ মুহূর্তে শ্রী মোদী, গুরু নানক দেবজির পবিত্র ভাবনা ও মহৎ আদর্শের কথা স্মরণ করেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “শ্রী গুরু নানক দেবজির প্রকাশ পর্বের এই বিশেষ মুহূর্তে আমি তাঁর পবিত্র ভাবনা ও মহৎ আদর্শের কথা স্মরণ করি। ন্যায়, পরদুঃখকাতরতা ও সমন্বিত সমাজের যে ভাবনা তিনি তুলে ধরেছিলেন, তা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। শ্রী গুরু নানক দেবজি অন্যকে সেবা করার কথা বলতেন, যা অত্যন্ত প্রেরণাদায়ক।“
CG/CB/NS
On the special occasion of the Parkash Purab of Sri Guru Nanak Dev Ji, I recall his pious thoughts and noble ideals. His vision of a just, compassionate and inclusive society inspires us. Sri Guru Nanak Dev Ji’s emphasis on serving others is also very motivating.
— Narendra Modi (@narendramodi) November 19, 2021