Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শ্রী গুরু নানক দেবজির প্রকাশ পর্ব উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


নতুনদিল্লি, ১৯শে নভেম্বর, ২০২১
 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জনসাধারণকে  শ্রী গুরু নানক দেবজির প্রকাশ পর্ব উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রকাশ পর্বের এই বিশেষ মুহূর্তে শ্রী মোদী, গুরু নানক দেবজির পবিত্র ভাবনা ও মহৎ আদর্শের কথা স্মরণ করেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “শ্রী গুরু নানক দেবজির প্রকাশ পর্বের এই বিশেষ মুহূর্তে আমি তাঁর  পবিত্র ভাবনা ও মহৎ আদর্শের কথা স্মরণ করি। ন্যায়, পরদুঃখকাতরতা ও সমন্বিত সমাজের যে ভাবনা তিনি তুলে ধরেছিলেন, তা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। শ্রী গুরু নানক দেবজি অন্যকে সেবা করার কথা বলতেন, যা অত্যন্ত প্রেরণাদায়ক।“

 

CG/CB/NS