নতুন দিল্লি, ১১ নভেম্বর, ২০২১
ভারতের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আচার্য কৃপালানীকে স্মরণ করেছেন। আজ আচার্য কৃপালানী জয়ন্তীতে দেশের জন্য তাঁর মহান চিন্তা-ভাবনা তথা পরিবেশের সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়ণে অসামান্য অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “বাপুর নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রামে আচার্য কৃপালানী অগ্রভাগে থেকেছেন। দেশের প্রতি তাঁর মহান চিন্তা-ভাবনা ছিল এবং সাংসদ হিসেবে তা পূরণ করেছেন। পরিবেশের সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়ণের লক্ষ্যে তাঁর অবদান অসীম। আচার্য কৃপালানী জয়ন্তীতে তাঁকে স্মরণ করি।”
CG/BD/AS/
Acharya Kripalani was at the forefront of India’s freedom struggle under Bapu’s leadership. He had a great vision for our nation and worked to fulfil it as MP. He made immense contributions towards environmental protection and social empowerment. Remembering him on his Jayanti.
— Narendra Modi (@narendramodi) November 11, 2021