Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পসুম্পন মুথুরামালিঙ্গা থেবরের জন্মদিনে প্রধানমন্ত্রীর স্মৃতিচারণে তাঁর অবদানের কথা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পসুম্পন মুথুরামালিঙ্গা থেবরের সমাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য থেবর জয়ন্তীতে তাঁর স্মৃতিচারণ করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ থেবর জয়ন্তীর এই বিশেষ মুহূর্তে আমি বর্ণময় চরিত্রের অধিকারী পসুম্পন মুথুরামালিঙ্গা থেবরকে স্মরণ করি। অদম্য সাহসী ও উদার মনের এই মানুষটি জনকল্যাণে ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তাঁর জীবন উৎসর্গ করেন। তিনি কৃষক ও শ্রমিকদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেন। “