Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি-২০ শিখর সম্মেলনের মাঝে জার্মানীর চ্যান্সেলর আঙ্গেলা মেয়ারকেলের সঙ্গে বৈঠক করেছেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি-২০  শিখর সম্মেলনের মাঝে জার্মানীর চ্যান্সেলর আঙ্গেলা মেয়ারকেলের সঙ্গে বৈঠক করেছেন


নয়াদিল্লী,  ৩১ অক্টোবর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রবিবার (৩১ অক্টোবর) ইতালীর রোমে জি-২০ শীর্ষ সম্মেলনের মাঝে জার্মানীর চ্যান্সেলর আঙ্গেলা মেয়ারকেলের সঙ্গে বৈঠক করেছেন।

উভয়ের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা ও ব্যক্তিগত বন্ধুত্বের কথা স্মরণ করে শুধু জার্মানীতেই নয় ইউরোপীয় এবং বিশ্ব পর্যায়ে চ্যান্সেলর মেয়ারকেলের নেতৃত্বের প্রশংসা করেছেন শ্রী মোদী। ডঃ মেয়ারকেলের উত্তরসূরির সঙ্গেও কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তিনি।

উভয় নেতা ভারত ও জার্মানীর মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। উভয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানী সহ অন্যান্য ক্ষেত্রে ভারত-জার্মানী কৌশলগত অংশীদারিত্বের পরিধি প্রসারে সম্মত হয়েছেন।

প্রধানমন্ত্রী ডঃ মেয়ারকেলকে আগামীদিনের জন্য শুভেচ্ছা এবং তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

 

CG/SS/NS