Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ফার্স্ট সোলারের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিঃ মার্ক উইডমারের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে ফার্স্ট সোলারের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিঃ মার্ক উইডমারের বৈঠক


নতুনদিল্লি, ২৩শে সেপ্টেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফার্স্ট সোলারের  মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিঃ মার্ক উইডমারের সঙ্গে বৈঠক করেছেন।  

আলোচনায় ভারতে  সৌরশক্তি সহ এবং পূণর্নবীকরণযোগ্য শক্তির সম্ভাবনা ও ২০৩০ সালের মধ্যে পূণর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে ৪৫০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জন নিয়ে কথা হয়েছে। ভারতে সম্প্রতি শুরু হওয়া উৎসাহভিত্তিক উৎপাদন প্রকল্পর সুবিধাকে কাজে লাগিয়ে  ফার্স্ট সোলারের  অনন্য ‘থিন ফিল্ম প্রযুক্তি’র ব্যবহার করে উৎপাদন কেন্দ্র গড়ে তোলা নিয়ে আলোচনা হয়েছে।  একই সঙ্গে ভারতে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার বিষয় নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে।  

 

CG/CB/SFS