নতুনদিল্লি, ২৩শে সেপ্টেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফার্স্ট সোলারের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিঃ মার্ক উইডমারের সঙ্গে বৈঠক করেছেন।
আলোচনায় ভারতে সৌরশক্তি সহ এবং পূণর্নবীকরণযোগ্য শক্তির সম্ভাবনা ও ২০৩০ সালের মধ্যে পূণর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে ৪৫০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জন নিয়ে কথা হয়েছে। ভারতে সম্প্রতি শুরু হওয়া উৎসাহভিত্তিক উৎপাদন প্রকল্পর সুবিধাকে কাজে লাগিয়ে ফার্স্ট সোলারের অনন্য ‘থিন ফিল্ম প্রযুক্তি’র ব্যবহার করে উৎপাদন কেন্দ্র গড়ে তোলা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে ভারতে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার বিষয় নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে।
CG/CB/SFS
The subject of solar energy is very close to my heart, because it concerns the future of our planet. Met the CEO of @FirstSolar, Mr. Mark Widmar and discussed why India is the right destination to invest in solar energy. Also talked about our green hydrogen mission. pic.twitter.com/5IWO9pA2pw
— Narendra Modi (@narendramodi) September 23, 2021