Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্যারালিম্পিক্স গেমসে শ্যুটার সিংহরাজ আধানার রৌপ্য পদক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নতুনদিল্লি, ৪ঠা সেপ্টেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী টোকিও প্যারালিম্পিক্স গেমসে রৌপ্য পদক জেতায় শ্যুটার সিংহরাজ আধানাকে অভিনন্দন জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“ সিংহরাজ আধানা আরো একবার তাঁর শ্রেষ্ঠত্ব দেখালেন। মিক্সড ৫০মিটার পিস্তল এসএইচ১-এ তিনি আরো একটি পদক জিতলেন।  তাঁর এই পদকপ্রাপ্তি ভারতকে আনন্দিত করেছে। তাঁকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে তাঁর আরো সাফল্য কামনা করি।#Paralympics #Praise4Para.”   

 

CG/CB/